সম্প্রতি অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৫ সিরিজের চারটি ফোন উন্মোচন করেছে। এই সিরিজের ফোনের ফিচারে সবচেয়ে বড় যে পরিবর্তন দেখা গেছে তাহলো- চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট। লাইটনিং পোর্টের বদলে নতুন আইফোনে টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে।
জানা গেছে, নতুন আইফোনে আরেকটি দারুন ফিচার যুক্ত হয়েছে। ব্যাটারির স্বাস্থ্য যাতে ভালো থাকে সেজন্য যুক্ত করা হয়েছে চার্জিং সীমাবদ্ধ রাখার প্রযুক্তি।
সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, আইফোন ১৫ সিরিজের ফোনগুলোতে এমন একটি ফিচার রয়েছে, যা ব্যাটারিতে ৮০ শতাংশের বেশি চার্জ হতে দেবে না।
সেটিংসে অপশনটি অ্যাকটিভ করা থাকলে ফোনের চার্জ ৮০ শতাংশ হওয়ার পর সেটি বন্ধ করার জন্য ব্যবহারকারীকে আর অপেক্ষা করতে হবে না, বরং স্বয়ংক্রিয়ভাবেই অতিরিক্ত চার্জ নেয়া বন্ধ করে দেবে ফোন। যা ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখবে।
অনেক ব্যবহারকারী ব্যাটারির সর্বোচ্চ সুবিধা পেতে সচেতনভাবেই ৪০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখার চেষ্টা করেন। কিন্তু আইফোন ১৫ সিরিজের ফোন ব্যবহারকারীদের এজন্য কোন চিন্তা করতে হবে না। সেটিংসের ফিচারটি অ্যাকটিভ করে দিলেই হয়ে যাবে।
ডিবিটেক/বিএমটি