অবশেষে অ্যাপল হয়তোবা তাদের আইফোন সরাসরি ভারতের ক্রেতাদের কাছে নিজস্ব অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করতে পারবে। বুধবার দেশটির সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ আনার জন্য সিঙ্গেল-ব্র্যান্ড রিটেইলের ক্ষেত্রে স্থানীয়ভাবে পণ্য সোর্স করার বিষয়টি শিথিল করার বিষয়ে জানিয়েছে। এর ফলে অ্যাপলের মতো কোম্পানি দেশটিতে অ্যাপল স্টোরের মতো আউটলেটও খুলতে পারবে।
সরকারের নতুন নির্দেশনায় অ্যাপলকে নিজস্ব স্টোরের মাধ্যমে পণ্য বিক্রি করতে হলে স্থানীয়ভাবে ৩০ শতাংশ হার্ডওয়্যার কম্পোনেন্ট সংগ্রহ বা তৈরির যে নীতিমালা ছিলো সেটি মানতে হবে না।
ইকোনমিক টাইমসে বলা হয়েছে, আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে আইফোন প্রস্তুতকারক তাদের নিজস্ব অনলাইন স্টোর চালু করবে। এরপর সেটি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে মুম্বাইতে আইকনিক স্টোর চালু করবে।
বর্তমানে অ্যাপল দেশটির বিভিন্ন ইকমার্স প্লাটফর্ম যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম মল ইত্যাদির মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রি করে। দেশটিতে আইফোনের বেশকিছু মডেল তৈরি করা হয়। এছাড়া সর্বশেষ মডেলগুলো সেখানে সংযোজনও করা হয়।
ডিবিটেক/বিএমটি