আগামী ১০ সেপ্টেম্বর নতুন পণ্য ঘোষণার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছে মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা অ্যাপল। যুক্তরাষ্ট্রের কুপারটিনোর স্টিভ জব থিয়েটারে ওইদিন সকাল ১০ টায় উন্মোচন করা হবে আইফোন ১১। তবে দাওয়াত পত্রে সে বিষয়টি উল্লেখ না করে কেবল লেখা হয়েছে, ‘বাই ইনোভেশন অনলি’কথাটি।
ধারণা করা হচ্ছে, এবারের অনুষ্ঠানে উন্মোচন করা নতুন আইফোনের নাম হতে পারে আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, ও আইফোন ১১।
ফোনগুলোতে থাকছে তিনটি ক্যামেরা। তবে আইফোন এক্সআরের হালনাগাদ সংস্করণে দুই ক্যামেরা সেটআপ থাকবে। নতুন আইফোন এ১৩ প্রসেসর ব্যবহৃত হবে। এর আগের সংস্করণগুলোর তুলনায় নতুন আইফোন ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে। এতে ওএলইডি ও এলসিডি ডিসপ্লে ব্যবহৃত হবে।
অনুষ্ঠানে অ্যাপল ওয়াচ ফোরের হালনাগাদ সংস্করণও উন্মোচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।