যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপলের বৈশ্বিক বাজারগুলোর মধ্যে ভারত অন্যতম। ভারতে বিনিয়োগের পরিমাণ বাড়াতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
অনলাইন ওয়েবসাইটের পাশাপাশি নিজস্ব স্টোরও চালু করছে অ্যাপল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার কোম্পানির দুই সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যেই এ অনলাইন অ্যাপল সাইট চালু করা হবে।
আর মুম্বাইয়ে ১২ থেকে ১৮ মাসের মধ্যে নিজস্ব স্টোর করার পরিকল্পনাও রয়েছে তাদের। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
এক বিবৃতিতে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা আমাদের গ্রাহকদের ভালোবাসি। চাই ভারতীয় গ্রাহকেরা অনলাইন এবং অফলাইন স্টোর দুই ক্ষেত্রেই সমান সুবিধা লাভ করুন। খুব তাড়াতাড়ি অন্যান্য দেশের মতো এই দুই সুবিধা ভারতীয় গ্রাহকেরাও পাবেন।’