ভারত চাঁদের কুমেরুতে স্পর্শের পর নেটদুনিয়ায় আলোচনায় চলে আসে বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)। তুমুল সমালোচনার পর সংস্থাটির চেয়ারম্যান আবদুস সামাদকে সরিয়ে দিয়ে তাকে বদলি করা হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ নিয়ে দেয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি।
গত ২৩ আগস্ট ভারত চাঁদে মহাকাশযান পাঠানোর পর দেশটির মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর চেয়ারম্যান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার এস সোমনাথ প্রশংসায় ভাসতে শুরু করেন । অন্যদিকে কৃষিবিজ্ঞানে স্নাতকত্তর প্রশাসন ক্যাডারের আবদুস সামাদ-কে বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান করার বিষয়টি উঠে আসে আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদের দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশাসন ক্যাডারে কোনো প্রশ্ন না থাকলেও তিনি যে সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, সেই বিষয়ে তার দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।