প্রতিবছর চারটি রাউন্ডে বিনা ফি-তে তথ্যপ্রযুক্তিকে পেশাদার ডিপ্লোমা প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। আগামী ৩১ আগস্ট শেষে হচ্ছে ৪৪তম রাউন্ডের আবেদন প্রক্রিয়া। অনলাইনে apply.idb-bisew.info—ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন স্নাতক বা ফাজিল পাস যে কোনো সুবিধাবঞ্চিত মুসলিম যুবক।
অনূর্ধ্ব ৩০ বছর বয়সী আবেদনকারীকে ১০০ টাকা বিকাশের মাধ্যমে ওয়েবসাইটে উল্লেখিত নির্দেশনা অনুসারণ করে আবেদন করতে পারবেন।
আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, ডেটাবেইস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং, এন্টারপ্রাইজ সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন-J2EE, এন্টারপ্রাইজ সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন-C#, নেটওয়ার্কিং টেকনোলজিস এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পিএইচপি অ্যান্ড ফ্রেমওয়ার্কস বিষয়ে প্রশিক্ষণের আবেদন করা যাবে।
সূত্রমতে, প্রতি ব্যাচে ৩০০ জন করে বছরে ১ হাজার ২০০ জন প্রশিক্ষণার্থী এখানে ভর্তি হতে পারেন। আবেদনপত্র যাচাই–বাছাইয়ের পর প্রার্থীদের অ্যাপ্টিটিউড পরীক্ষার জন্য ডাকা হবে। এমসিকিউ পদ্ধতিতে ইংরেজি ও গণিত বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। অ্যাপ্টিটিউড পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে। এই অ্যাপ্টিটিউড পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। প্রশিক্ষণ দেওয়া হবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী মহানগরীর মনোনীত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে।
তথ্যপ্রযুক্তির ওপর প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন ব্যাংক, বিমা কোম্পানি, বায়িং হাউস, আইটি ফার্ম, এনজিও ইত্যাদি প্রতিষ্ঠানে কাজ করার অনেক সুযোগ আছে। সবচেয়ে চাহিদা আছে দেশ ও বিদেশের বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলোতে। এতে ভালো বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও পাওয়া যায়।