আইসিসি টেলিসার্ভিসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জুবায়ের আল মাহমুদ নেতৃত্বে অ্যাডহক থেকে প্রথম বারের মতো ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করেছে প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে গঠিত পেশাদার সংগঠন বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ফোরাম (বিডিসাফ)। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির সিনিয়র ম্যানেজার মোহিব্বুল মোক্তাদীর তানিম।
সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত তথ্য-প্রযুক্তিবিদদের নিয়ে গঠিত এই জাতীয় কমিটি আগামী ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ফোরামকে নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি অভিজাত রেস্তরায় অনাড়াম্বর অনুষ্ঠানের নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান তথ্য প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তা শায়রুল হক জোয়ার্দার নীল।

সভাপতি জুবায়ের আল মাহমুদ ও সাধারণ সম্পাদক মুহিব্বুল মুক্তাদির তানিম এর সঙ্গে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট, ব্রেইনস্টেশন২৩ সিটিও মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা ব্যাংক এর এভিপি মোহাম্মাদ আশফাকুর রহমান, অর্থসম্পাদক আইসিডিডিআর,বি’র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর শঙ্কর নন্দী, সাংগঠনিক সম্পাদক ব্র্যাক এর কানেক্টিভিটি সিনিয়র ম্যানেজার মোহাম্মাদ সালাহ উদ্দিন রনি, পিআর অ্যান্ড আউটরিচ সেক্রেটারী, বিকাশ এর প্রধান প্রকৌশলী এস এম দিদারুল আবেদীন।

এছাড়া শপথ নিয়েছেন মেম্বার গ্রোথ সেক্রেটারি সাইফুর রহমান, স্কিল গ্রোথ সেক্রেটারি আমির হোসাইন, ওয়েব প্লাটফর্ম সেক্রেটারি মিজানুর রহমান, লিগ্যান সেক্রেটারি রুবায়েত বিন মুদাচ্ছের, ইনোভেশন স্ট্রাটেজি সেক্রেটারি রাসকিন পাল, গ্লোবাল রিলেশন সেক্রেটারি মেহেদী হাসান, পার্টনারশিপ সেক্রেটারি মোঃ আল এমরান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি দীলিপ কুমার ধর, স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি আল আমিন তিমাম ও ভলান্টিয়ার ইঞ্জিনিয়ার সেক্রেটারি এ কে এম নুরুল আলম সুমন।
শপথ বাক্য পাঠ শেষে নতুন কমিটিকে দিক নির্দেশনা দেন নির্বাচন কমিটি সদস্য লিংক থ্রি-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিটিও রাকিবুল হাসান।