ডেক্সটপ পিসি’র গেম খেলার দিন যেন ফুরিয়ে আসছে। কেননা এখন আর কেবল ঘরে বসেই গেম খেলছেন না গেমাররা। শখের বশে খেলা শুরু হলেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তারা। ফলে গেম খেলার ক্ষেত্রে অনেকেরই আকর্ষণ কাড়ছে ল্যাপটপ। কিন্তু মূল্য বিবেচনা ছাড়াও দ্রুত গরম হয়ে যাওয়া, গতি কমে আসা কি-বোর্ড বা টাচ প্যাড নিয়ে গেম খেলতে ল্যাপটপ এখনো ততটা জনপ্রিয়তা পায়নি।
এমন পরিস্থিতে এসারের নাইট্রো ৭ এএন৭১৫ ৫১০এ মডেলের একটি গেমিং ল্যাপটপ দেশের বাজারে পরিবেশন করেছে স্মার্ট টেকনোলজিস । প্রতিষ্ঠানটির দাবি, প্রফেশনাল গেমারদের জন্য এই ল্যাপটপটি সরবরাহ করছেন তারা। গ্রাহকদের দুশ্চিন্তমুক্ত রাখতে ২ বছরের বিক্রয়োত্তর সেবাও দিচ্ছে এক লাখ ২৫ হাজার টাকা মূল্যের এই ল্যাপটপে।
তাহলে দেখে নেয়া যাক পেশাদার গেম খেলার জন্য কতটা উপযোগী এসার নাইট্রো ৭ এএন৭১৫ ৫১০।
ল্যাপটপটি দেখতে কেমন:
৩৬৩.৪ মিলিমিটার বাই ২৫৯.৫২ মিলিমিটার বাই ১৯.৯ মিলিমিটার ডাইমেনশনেরএই ল্যাপটপটির চার কোনা কিছুটা বাঁকানো। নকশায় অনেকটা ডেলের অ্যালিয়েনওয়্যারকে অনুসরণ করা হয়েছে। আর কি-বোর্ডে রয়েছে লেনেভো লিজিয়নের ছাপ। ব্লাক সাইনি ম্যাট লুকের এই ল্যাপটপটিতে অনেকগুলো পোর্ট ও বিল্ট ইন অপশন দেয়া আছে। ল্যাপটপটি ১৯.৯ মিলিমিটার পুরু। ওজন মাত্র ২.৫ কেজি। অর্থাৎ ল্যাপটপটি যেমনটা হালকা তেমনি পাতলাও। এর চেসিটি নাইট্রো ৫ এর মতোই।
এতে রয়েছে মাইক্রোফোন, ওয়েবক্যাম, কেনসিংটন লক স্লট,কিলার ই২৫০০ ইথারনেট পোর্ট, এইচডিএমআই ২.০ পোর্ট, ইউএসবি টাইপ সি পোর্ট, ইউএসবি ৩.১ পোর্ট, ইউএসবি ৩.১ পোর্ট উইথ পাওয়ার চার্জিং, কীবোর্ড, টাচপ্যাড, পাওয়ার বাটন, হেডসেট ও স্পিকার জ্যাক, ইউএসবি ২.০ পোর্ট, পাওয়ার ইন্ডিকেটর, ব্যাটারি ইন্ডিকেটর এবং পাওয়ার কানেক্টর।
কনফিগারেশন:
ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেল ৯ম প্রজন্মের কোর আই ফাইভ প্রসেসর, ৮ জিবি ডিডিআর৪ র্যাম, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, জিটিএক্স ১৬৬০টিআই মডেলের ৬জিবি গ্রাফিক্স কার্ড, ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই, ব্যাকলিট কীবোর্ড এবং অরিজিনাল উইন্ডোজ-১০ হোম ৬৪ বিট অপারেটিং সিস্টেম।
অডিও সিস্টেম:
বিশেষ গেম গুলোতে সঠিক সাউন্ড নিশ্চিতের জন্য এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ওয়েভস ম্যাক্স অডিও সাউন্ড টেকনোলজি, ফিচারিং ম্যাক্স বাস, ম্যাক্স ভলিউম, ম্যাক্স ডায়লগ, দুটি বিল্ট ইন মাইক্রোফোন, এসার ট্রু হারমনি টেকনোলজি, করটানা কম্প্যাটিবল ভয়েস রিসিভার টেকনোলজি এবং দুটি বিল্ট ইন স্টেরিও স্পীকার।
ওয়্যারলেস ও নেটওয়ার্কিং:
উন্নত ও নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কিং এর জন্য এই ল্যাপটপে রয়েছে ইন্টেল ওয়্যারলেস এসি-৯৫৬০, ২.৪ গিগাহার্জ-৫ গিগাহার্জ গতির ডুয়াল ব্যান্ড, ২*২ এমইউ-এমআইএমও টেকনোলজি, ব্লুটুথ ৫.০, রিয়েলটেক আরটিএল৮১১৮এএসএ-সিজি, গিগাবিট ইথারনেট এবং ওয়েক অন ল্যান সহ আরও বেশ কয়েকটি ফিচার।
সব মিলিয়ে বাজেট বিবেচনায় এর ডিসপ্লে ভালো। ল্যাপটপটিতে দুর্দান্ত গেম খেলা যাবে ছোট পরিসরে। অবশ্য এর কি-বোর্ড, ফ্যান নয়েজ, টাচ প্যাডের আকার নাইট্রো ৫ এর মতোই। এছাড়া অনলাইনে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যদি পেশাদার গেম খেলার প্রতিযোগিতায় নামেন তবে বেগ পেতে হতে পারে। এর ওয়েব ক্যামের অবস্থাটা মানানসই নয়।