গুগলের ম্যাপ সেবাকে চ্যালেঞ্জ জানিয়ে নিজস্ব ‘ম্যাপিং সেবা’ উন্নয়ন করছে চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। অগমেন্টেড রিয়্যালিটি ম্যাপিং সুবিধার এই অ্যাপ্লিকেশনটির নাম দেয়া হতে পারে ‘ম্যাপ কিট’। এতে রাস্তার নেভিগেশন সিস্টেমের পাশাপাশি রিয়েল টাইম ট্রাফিক পরিস্থিতি দেখতে পাবেন ব্যবহারকারী।
হুয়াওয়ের একজন নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে চায়না ডেইলি। এই ইংরেজি দৈনিকটির সূত্র উল্লেখ করে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ৪০টি ভাষার সমর্থনযুক্ত ‘ম্যাপ কিট’ অক্টোবর মাস নাগাদ চালু হতে পারে। এতে অগমেন্টেড রিয়্যালিটি ম্যাপিং সুবিধা থাকবে বলা হলেও এটি কীভাবে দেয়া হবে তা পরিস্কার নয়। অবশ্য ম্যাপিং কিটটি অনেকটাই গুগল’র সম্প্রতি উন্মোচন করা এআই ওয়াকিং ডিরেকশনের মতো হতে পারে।
প্রসঙ্গত, মার্কিন রাষ্ট্রনায়কের রোষে পড়ে সম্প্রতি হারমোনি অপারেটিং সিস্টেমের ঘোষণা দেয় হুয়াওয়ে। চীনে হংমেং নামে পরিচিত এই ওএস বাজারে আশার আগেই ম্যাপ কিট’র তথ্য জানাচ্ছে গণমাধ্যমগুলো। বলা হচ্ছে, এটি স্থানীয় ম্যাপিং সেবার সঙ্গে সংযুক্ত করা হবে। এ জন্য রাশিয়ার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়ানডেক্স এর সঙ্গে চুক্তি করবে হুয়াওয়ে।