ভুয়া কনটেন্ট রোধে নতুন একটি ফিচার যোগ করেছে ছবি ও ভিডিও শেয়ার করার অনলাইন প্লাটফর্ম ইন্সটাগ্রাম। নতুন এই ফিচারের মাধ্যমৈ ভুয়া কনটেন্টের বিষয়ে রিপোর্ট করা যাবে।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, নতুন এই ফিচারের মাধ্যমে রিপোর্ট করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জানিয়ে দিতে পারবে ঠিক কোন কনটেন্টটি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এবং কেন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কিছুদিন এভাবে চলার পর ইন্সটাগ্রামের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে থেকেই এ ধরনের কনটেন্ট চিহ্নিত করতে পারবে। থার্ড-পার্টি-ফ্যাক্ট-চেকার দিয়ে অভিযোগগুলো খতিয়ে দেখবে ইনস্টাগ্রাম।
তবে জাল বা ভুয়া কনটেন্ট’র রিপোর্ট পেলে সেটিকে তাৎক্ষণিক সরিয়ে নেওয়া হবে না। শুধু এক্সপ্লোর, হ্যাশট্যাগ পেজ থেকে সরিয়ে নেওয়া হবে। এতে করে ওই কনটেন্টটি আর ছড়াতে পারবে না।
এছাড়া কনটেন্ট ছাড়ানোয় অভিযুক্ত এবং অভিযোগকারীদের বিষয়টিও গোপন রাখা হবে। ফলে ওই কনটেন্ট যিনি পোস্ট করেছেন, তিনি এ সম্পর্কে কিছুই জানবেন না।