প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. মাহবুব আলম।
মঙ্গলবার নতুন কর্মস্থলে যোগদানের পর বিকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, ‘আমরা নতুন প্রজন্মের অফিসারদের নিয়ে টেকনোলজি নির্ভর আধুনিক এবং সভ্য নাগরিক সমাজের সুন্দর সেবা দেওয়ার জন্য যে-ধরনের পুলিশিং প্রয়োজন সেটার সূচনা করবো। বিশেষ করে আমি টেকনোলজি নির্ভর পুলিশিং পছন্দ করি। সেভাবে গাজীপুর মেট্রোপলিটন গঠন করা হবে। আমার যারা পূর্বসূরী ছিলেন, এখনো যারা কর্মরত রয়েছেন তারা যে ভালো কাজগুলো করেছেন সেগুলো অব্যহত থাকবে। মাদক, ছিনতাই, যানজট নিরসন করা হবে। গাজীপুর সিটি করপোরেশন নতুন নির্বাচিতরা এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করবো।’
তিনি আরও বলেন, ‘পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন সেবা, পুলিশ ক্লিয়ারেন্স সেবা, মামলা ও জিডি থেকে প্রত্যেকটা বিষয়ে একটা দৃশ্যমান সেবা ও অ্যাকশন যেন থাকে সেভাবেই কাজ করা হবে। নতুন কমিশনার হিসাবে এটুকু বলতে চাই কথা নয় কাজ করে আমরা দেখাবো। আমরা প্রমাণ করবো অন্য মেট্রোপলিটন থেকে আধুনিক সেবা নিশ্চিত করবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।’
সভায় বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সভাপতি মুজিবুর রহমান, মুকুল কুমার মল্লিক, মাজহারুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক আবুল হোসেন, নূরুল ইসলাম ও ইজাজ আহমেদ মিলন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল হক, দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার মো. ইব্রাহিম, আবু তোরাব মো. শামসুর রহমান, আলমগীর হোসেন ও ইলতুৎমিশ, আরিফুল ইসলাম।
গাজীপুরে যোগদানের আগে মাহবুব আলম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি (অপারেশন্স) হিসেবে কর্মরত ছিলেন। গত ৩১ মে জননিরাপত্তা বিভাগের আদেশে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।