কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষণের মাধ্যমে দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে আত্মকলহ ভুলে সৌহার্দ্য ও ভ্রতৃত্বের মাধ্যমে মুসলমানদের আবার শিক্ষা-গবেষণায় বিনিয়োগ এবং বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি। মঙ্গলবার (৩০ মে) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান।
সমাবর্তনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সফররত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ও আইইউটির চ্যান্সেলর হিসেইন ব্রাহিম ত্বহা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
১৪ জুন থেকে অনলাইনে ঈদের রেল টিকিট
আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কাউন্টার থেকে কোনো আসনের টিকিট পাওয়া যাবে না। আগামী ১৪ জুন থেকে পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট। ঈদ যাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। মঙ্গলবার রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।
ডিজিটাল হচ্ছে ভোমরা স্থলবন্দর
ডিজিটাল হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমের সাতক্ষীরা জেলায় অবস্থিত ভোমরা স্থলবন্দর। ঢাকার একটি হোটেলে সোমবার (২৯ মে) ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ‘ডিজিটালাইজেশন অব দ্যা বর্ডার প্রসিডিউরস অ্যাট ভোমরা ল্যান্ডপোর্ট’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রকল্পটির বাস্তবায়ন হলে, পণ্য ও যাত্রী পরিবহনে সময় ও অর্থ সাশ্রয় হবে।
এ জন্য অনুষ্ঠানে স্থলবন্দরের ফ্যাসিলিটি চার্জসহ অন্যান্য চার্জ ‘একপে’র মাধ্যমে গ্রহণ করতে কারিগরি সেবা পেতে অ্যাকসেস টু ইনোভেট প্রোগ্রামের সঙ্গে অনুষ্ঠানে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো.আলমগীর, এটুআই প্রোগ্রামের পক্ষে প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির চুক্তিতে সই করেন। এছাড়াও কিউআর কোডে চার্জ গ্রহণে বিকাশ’ লিমিটেডের উপদেষ্টা মো.আব্দুল আজিজ খান এবং ভ্রমণ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে একটি ‘হেল্প ডেস্ক’ প্রতিষ্ঠা করতে ‘টুয়েলভ ইভেন্টস এমজিএ’র পক্ষে ম্যানেজিং পার্টনার উইং কমান্ডার এ টি এম নজরুল ইসলাম স্বাক্ষর করেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীরের সভাপতিত্বে নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল, সুইসকন্টাক্ট পরিচালক স্টিফানি ড্রিফাস, জিএটিএফ পরিচালক ফিলিপ আইলার, সুইসকন্টাক্ট এর কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান এবং প্রকল্প পরিচালক ডি এম আতিকুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
সাবেক প্রধান নির্বাহীর দাবি আদায়ের জবাব দিতেই হবে রবি-কে
সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদের ২২৭ কোটি টাকা দাবি করে দায়ের করা মামলার জবাব দাখিল করতেই হচ্ছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেড কর্তৃপক্ষকে।
এ নিয়ে অপারেটরটির পক্ষ থেকে বিচারিক আদালতে জবাব দাখিলের আদেশের বিরুদ্ধে করা আবেদন সোমবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সোহান চৌধুরী। মাহতাব উদ্দিনের আইনজীবী হলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।
ভিডিও ছড়ালে আইনি ব্যবস্থা নেব: সুনেরাহ
চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে মধ্যরাতে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও আপলোড হয়। এর কিছুক্ষণ পর আবার সেগুলো মুছেও ফেলা হয়। সুনেরাহ জানিয়েছেন, এসব ছবি ও ভিডিও পাঁচ বছর আগের। ‘ন ডরাই’ সিনেমার সময়ের। একইসঙ্গে রাজের আইডি হ্যাংকিং-এর মাধ্যমে ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে উল্লেখ করে এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সতর্ক বার্তা দিয়েছেন নিজের ফেসবুক পোস্টে।