মাসিক ব্যবহারকারীর দিক থেকে নতুন রেকর্ড স্পর্শ করেছে মাইক্রোসফট টিমস। কোলাবোরেশন প্লাটফর্মটি ৩০ কোটি সক্রিয় মাসিক ব্যবহারকারীর রেকর্ড পেরিয়েছে। সম্প্রতি ২০২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের সময় মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা এ ঘোষণা দেন। খবর গিজমোচায়না।
ব্যবহারকারীর দিক থেকে নতুন এ অর্জন টিমসের ক্রমাগত প্রবৃদ্ধি ও গ্রহণযোগ্যতার বিষয়টি নিশ্চিত করে। কোভিড-১৯ মহামারীর সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নাদেলার তথ্যানুযায়ী, বর্তমানে মাইক্রোসফট টিমসের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি প্লাটফর্মটি, কোলাবোরেশন, চ্যাট, মিটিং ও কলিংসহ বিভিন্ন খাতে এর প্রবৃদ্ধি ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।
ডিবিটেক/বিএমটি