অ্যাপল শিগগিরই একটি নতুন ওয়্যারড ইয়ারপড বাজারে আনার পরিকল্পনা করছে, যা আসন্ন আইফোন ১৫ সিরিজের সাথে বাজারে আসতে পারে। প্রযুক্তি জায়ান্টটির পোর্টফোলিওতে ইতিমধ্যেই একটি ওয়্যারড ইয়ারফোন আছে। যদিও সেটি লাইটনিং পোর্টসহ এসেছিল। কিন্তু অ্যাপল -এর আসন্ন ইয়ারফোন মডেলটি ইউএসবি টাইপ-সি কানেক্টর সাপোর্টসহ বাজারে আসবে।
টিপস্টার শ্রিম্পঅ্যাপলপ্রো-এর টুইট থেকে আমরা জানতে পেরেছি যে, টিম কুকের সংস্থাটি ইতিমধ্যেই তাদের আসন্ন ইউএসবি টাইপ-সি পোর্ট কানেক্টর সমর্থিত ওয়্যারড ইয়ারপড উৎপাদন করার কাজ শুরু করে দিয়েছে। পাশাপাশি এমএফআই ইউএসবি টাইপ-সি ক্যাবলও তৈরি করছে অ্যাপল।
উল্লেখ্য, অ্যাপল বর্তমানে তাদের লাইটনিং পোর্ট কানেক্টর বা ৩.৫ মিমি হেডফোন জ্যাক অ্যাডাপ্টারের সাথে আসা তারযুক্ত ইয়ারবাড মডেলকে ১৯ ডলার মূল্যে বিক্রি করছে। যদিও ২০১৬ সালে ওয়্যারলেস এয়ারপডস উন্মোচনের পর উক্ত ওয়্যারড অডিও ডিভাইসটির জনপ্রিয়তা অ্যাপল ব্যবহারকারীদের মধ্যে কিছুটা কমে গিয়েছিলো।
ডিবিটেক/বিএমটি