ইফতারের খরচ বাঁচিয়ে চার দিনে নিজ নির্বাচনী এলাকার ৪ হাজার পরিবারকে ৪০ লাখ টাকা মূল্যের ঈদ উপহার দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উপহারের মধ্যে ছিলো একটি করে মুরগী ও নগদ ১০০ করে টাকা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২১ এপ্রিল) নাটোরের সিংড়ায় নিজ বাস ভবনে ঈদের শুভেচ্ছা উপহার ও খাদ্যসামগ্রী বিতরণীর এই কার্যক্রম শেষ করেন প্রতিমন্ত্রী।
এসময় তিনি জানিয়েছেন, ব্যক্তিগত উদ্যোগে এই উপহার বিতরণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে সিংড়ার প্রতিটি ইউনিয়নে ৪ হাজার ভিজিএফ কার্ড। এই কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। এরপরও যাদের প্রয়োজন মেটানো সম্ভব হয়নি।
তিনি বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তারপরও যদি কিছু ক্ষেত্রে আপনাদের দাবি পূরণ করতে না পারি তবে দয়া করে আপনারা ধৈর্য্য ধরে সহ্য করবেন। কেননা, বাজারের দব্যমূল্যের জন্য আমরা দায়ী নই। এটা বৈশ্বিক সমস্যা।
পলক আরো বলেন, আমার হয়তো অনেক ভুল-ত্রুটি আছে। আমি অনেক সময় আপনাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারি না। তারপরও প্রধানমন্ত্রীর সহায়তায় আমাদের এলাকার ২০৩৩ জন গৃহহীন মানুষকে পাকা ঘর করে দিতে পারছি। ইতিমধ্যে ১৬০০ জন ঘরে উঠে গেছেন। দু-তিন মাসের মধ্যে আরো সাড়ে ৩০০ জন পেয়ে যাবেন। বাকি যারা থাকবেন ২০৩৩ সালের মধ্যে প্রত্যেকেই এই পাকা ঘর পাবেন।
অনুষ্ঠানে পা দিয়ে লিখে এসএসসি পাশ করা শারীরিক প্রতিবন্ধী আজহার এবং গৃহহীন জাহানারা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত দুস্থদের প্রত্যেককে নিজ হাতে উপহার তুলে দেন তিনি।
এর আগে পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে উপহার বিতরণী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তিনি বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে কাজ করছেন। শেখ হাসিনার সৎ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠনে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।