২০১৪ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচ্চিত্র। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত শিমলা ও ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত মামুন। ৭০ শতাংশ কাজ শেষ হওয়ার পর নায়িকা শিমলার অসহযোগিতায় বন্ধ হয়ে যায় ছবির কাজ। এরপর এর দৃশ্যায়ন নিয়ে ওঠে নানা বিতর্ক। তবে সেই বিকর্তকে মাথায় নিয়েই ফেব্রুয়ারিতে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে আলোচিত সিনেমাটি।
সোমবার (০৯ নভেম্বর) প্রকাশ করা হয়েছে ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা সিমলা অভিনীত সিনেমাটির প্রথম পোস্টার।
সূত্রমতে, বর্তমানে সিনেমাটির সকল কাজ শেষ। এখন মুক্তির প্রস্তুতি চলছে। বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের আলোচনাও সেরেছেন নির্মাতারা। কয়েকদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।
আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি দেয়া হবে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’।
কলেজ পড়ুয়া এক তরুণের সঙ্গে বিদেশ থেকে পড়াশোনা সম্পন্ন করে আসা এক তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’সিনেমাটিতে।
ছবির বিভিন্ন চরিত্রে সিমলা-মামুন ছাড়াও আছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।