জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে অকার্যকর হয়ে পড়েছিলো নবম বিসিএস ফোরাম। ফলে গত ২১ নভেম্বর বিশেষ সাধারণ সভায় কমিটি পূণর্গঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে নবম বিসিএস ফোরামের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রাখার স্বার্থে আগের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ২০২৪-২০২৬ মেয়াদের জন্য ৪১-সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
এতে নবম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব বর্তায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামেরও ওপর। আর মহাসচিব মনোনীত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া’র নেতৃত্বে নবম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটির যাত্রা শুরু হয়।