খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশের প্রয়োজনীয় সংস্কারের রূপরেখায় নানা শ্রেণী-পেশার মানুষের মতামতের প্রতিফলন ঘটনানো অভিপ্রায়ে আগামী ১৬ নভেম্বর দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরামত আলাপের দ্বিতীয় পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলা একাডেমি’র আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য দিনব্যাপী এই সভায় এবার ৪টি বিষয়ের ওপর আলোকপাত করা হবে।
আয়োজক সংগঠন ভয়েস ফর রিফর্ম জানিয়েছে, সকাল ১০টায় কর্মসংস্থান ও শিক্ষিত বেকার সঙ্কট সমাধানে রাষ্ট্রের করণীয় নিয়ে শুরু হবে এবারের মেরমত আলাপ। আলাপের অংশ নেবেন বিডিজবস প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, ইনোভেশন কনসাল্টিং প্রধান নির্বাহী রুবাইয়াত সারওয়ার এবং অর্থনীতিবিদ ড. রুশিদান রহমান।
এছাড়াও দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ঢাকার রাস্ত্রার যানজট সমাধানে এখনই করণীয় বিষয়ক আলোচনা। এরপর বিকেল ৩টা নাগাদ বসবে জনহয়রানি থেকে জনকল্যাণ বিষয়ক সভা। এই সভায় প্রশাসনিক সংস্কারের বিষয় তুলে ধরবেন আলোচকেরা। দিনের শেষ সংলাপে থাকছে সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়। এই আলোচনায় সংখ্যানুপাতিক নির্বাচন অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্রের জন্য ঝুঁকি না সম্ভাবনা তা খতিয়ে দেখবেন খাত সংশ্লিষ্টরা।