‘স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য’ স্লোগানে বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় সচেতনতা এবং বন্যপ্রাণী সংরক্ষণ উৎসাহিত করতে দেশ জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের জেলা পর্ব আয়োজিত হয়। নারায়নগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আটশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ জেলা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় দেশের সকল জেলায় এ অলিম্পিয়াড আয়োজন হচ্ছে। সকাল ৯টায় অলিম্পিয়াডের জেলা পর্ব উদ্বোধন ঘোষণা করে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণে দেশব্যপী এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের পরিবেশ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সম্পর্কে আরো বেশী সচেতন করে তুলতে সহযোগিতা করবে। তিনি বন অধিদপ্তরের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।”
এ সময় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: হামিদুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলাম, বন অধিদপ্তরের সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার, নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর ৩০মিনিটের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে তাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলে। সবশেষে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্কুল ও কলেজ ক্যাটাগরিতে ২০ জন বিজয়ী নির্বাচিত করা হয়। যাদের মধ্য থেকে দুই ক্যাটাগরির প্রথম ৬ জন জাতীয় ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডে অংশ নিবে। আঞ্চলিক পর্বের সকল বিজয়ীদের সনদ, মেডেল ও টি-শার্ট নারায়ণগঞ্জ জেলা বন সংরক্ষকের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড। জেলা পর্যায়ে সকল অংশগ্রহণকারীরা ই-সার্টিফিকেট পাচ্ছে। জাতীয় পর্বের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে। জাতীয় পর্বের প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় বিজয়ী পাবে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা।