২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ দিবস। এদিন এই দিন সিসিমপুর’র সোশ্যাল ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে উপভোগ করতে পারবেন জনপ্রিয় টুকটুকি, হালুম, শিকু আর ইকরি’র শিক্ষামূলক কন্টেন্ট সিসিমপুর।
এজন্য এরইমধ্যে সিসিমপুরের জনপ্রিয় ১৩টি পর্বে শিশুদের উপযোগী করে সাইন ল্যাঙ্গুগুয়েজ তথা ইশারা ভাষা যুক্ত করে নতুনভাবে তৈরি করেছে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)। নিজেদের প্লাটফর্মে ধারাবাহিকভাবে প্রচারের পাশাপাশি টেলিভিশন চ্যানেলগুলোতেও প্রচার হবে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত সিসিমপুর’র বিশেষ পর্বগুলি।
পর্বগুলোকে ইশারা ভাষায় রূপান্তরে সহযোগিতা করেছে শ্রবণপ্রতিবন্ধী মানুষের উন্নয়নে কাজ করা সংগঠন সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল)।
বিশেষ এই উদ্যোগ সম্পর্কে সিসিমপুর’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিশুর কাছে পৌঁছানো। তার অংশ হিসেবে ইতোমধ্যেই আমরা দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য সিসিমপুরের ১০টি গল্পের বই ব্রেইল পদ্ধতিতে প্রকাশ করেছি এবং শিশুদের মাঝে বিতরণ করেছি। এবার শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য নিয়ে আসছি ১৩ পর্বের বিশেষ সিসিমপুর। ধারাবাহিকভাবে পর্বের সংখ্যা বাড়ানোর ইচ্ছে আছে আমাদের।’
এমন উদ্যোগে সহযোগিতার জন্য ইউএসএআইডি বাংলাদেশকেও ধন্যবাদ জানান এই কর্মকর্তা।