সিঙ্গাপুর ম্যারিনা বে সেন্ডে বৃহস্পতিবার, ১৯ মে থেকে শুরু হয়েছে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক ডিজিটাল ইনোভেশন কংগ্রেস ২০২২। সম্মেলনের প্রথম দিনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল স্ট্র্যাটেজি এণ্ড প্র্যাকটিস বিষয়ে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন। উপস্থাপনায় কীভাবে ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনা ঘোষিত হওয়ার পর থেকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাত দ্রুত বিকাশ লাভ করেছে।
এসময় বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার উপস্থিত ছিলেন।
বক্তব্য দেয়ার সময় তিনি উল্লেখ করেন, গত ২০২১ সালের শেষের দিকে দেশে মোবাইল ব্রডব্যান্ড কভারেজ ৯৮ দশমিক পাঁচ শতাংশে পৌঁছেছে এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন আঠারো কোটিতে পরিণত হয়েছে যা ২০১৮ সালে মাত্র চার কোটি ছিল।
মোস্তাফা জব্বার আরও বলেন, “ইন্টারনেট বাংলাদেশের জনসাধারণের জীবনকে ব্যাপকভাবে পরিবর্তন করেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী নেতৃত্ব এবং এই খাতের সকল অংশীজনের সার্বিক সহ্যোগিতায় কোভিড-১৯ প্রাদুর্ভাব সময়েও বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে ।”
তিনি তাঁর বক্তব্যে জাতিসংঘের ব্রডব্যাণ্ড কমিশন কর্তৃক প্রকাশিত গত ২০২১ সালে বাংলাদেশের টেলিযোগাযোগ সেক্টরে এসডিজি’র লক্ষ্য মাত্রা ৫বি(১),৯সি(১)ও ১৭.৮(১) অর্জন অর্থাৎ সাশ্রয়ী মূল্যে দেশের জনসাধারণকে ইন্টারনেট সেবা প্রদানের সক্ষমতা অর্জনের বিষয়টি উল্লেখ করেন।
এছাড়াও তিনি সারা বিশ্বে বিভিন্ন দেশের অর্থনীতিতে ডিজিটাল সেবা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার উপর আলোকপাত করেন। তিনি ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করেন।
হুয়াওয়ের আয়োজনে এই সম্মেলনে মালয়েশিয়ার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী দাতো শ্রী ড. আদহাম বিন বাবা; হুয়াওয়ে রোটেটিং চেয়ারম্যান কেন হু, , আসিয়ান ফাউন্ডেশন এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইয়াং মি ইং; , থাইল্যান্ড ডিজিটাল অর্থনীতি ও সমাজ মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মিসেস আজারিন পাত্তানাপাঞ্চাই; হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট সাইমন লিন প্রমুখ বক্তব্য প্রদান করেন ।
এছাড়াও মন্ত্রী মোস্তাফা জব্বার হুয়াওয়ের ইন্টেলিজেন্ট ক্যাম্পাস সেশনেও যোগ দেন।