বিটিআরসির সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ‘আদর্শ ব্রডব্যান্ড মডেল’ তৈরির প্রতি গুরুত্ব দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। এক্ষেত্রে অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ব্যয় ও তারের জঞ্জাল কমাতে অ্যাক্টিভ শেয়ারিং বাড়ানো ও পেশী শক্তি কমানো না গেলে সামনের দিনে এই সেবায় বিশৃঙ্খলা বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
রোববার রাতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়েবিনার এমন মন্তব্য তুলে ধরেন তারা।
ঢাকা শহরের তারের জঞ্জালমুক্ত করতে যুক্তরাষ্ট্র, সুইডেন ও সিঙ্গাপুরের মতো সিটি করপোরেশনের মাধ্যমে ডাক স্থাপনের মাধ্যমে বাড়ি বাড়ি ভূ-গর্ভস্থ লাইনে ফাইবার ক্যাবল সঞ্চালনের ওপর গুরুত্বারোপ করেছেন আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক এবং মোবাইল অপারেটর রবি’র চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম।
অপরদিকে অপারেটরদে মধ্যে সহযোগিতার অভাবের জন্যই এনটিটিএন-কে ইন্টারনেট লাইন সঞ্চালনের কাজ দিয়েছে রেগুলেটর। তাদের আইন মেনেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন ফাইবার এ্যাট হোমের জনসংযোগ কর্মকর্তা আব্বাস ফারুক। ফলে শর্ত না দিয়ে এনটিটিএন এর সঞ্চালন লাইন ব্যবহারের আহ্বান জানান তিনি।
একইভাবে বিটিআরসি’র সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আদর্শ ব্রডম্যান নীতিমালা তৈরি করে উদ্ভূত সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেন সমকালের বিশেষ প্রতিনিধি রাশেদ মেহেদী।