ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন জানিয়েছেন, ঢাকা দক্ষিণের মেয়র মহোদয় এখন দেশে নেই। ফলে এখনি আনুষ্ঠানিক ঘোষণা দেয়া সম্ভব না হলেও আগামী কাল থেকে কোনো ঝুলন্ত তার কাটা হবে না।
অপরদিকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আন্দোলনকারী নেতাদের সাত দিনের জন্য ধর্মঘট স্থগিত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পর্যায়ে আলোচনা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী স্যারের সঙ্গে আলাপ হয়েছে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিলো।
বক্তব্যের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে আইএসপিএবি ও কোয়াব আহুত প্রতি দিনের ৩ ঘণ্টার ইন্টারনেট ধর্মঘট প্রত্যাহার এখন সময়ের ব্যাপার মাত্র।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এবং ইন্টারনেট সেবা প্রদানকারী ও কেবল অপারেটররা শনিবার সন্ধ্যা ৬টায় জরুরী বৈঠক হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত আছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
অনুষ্ঠানে আইএসপিএবি নেতারা জানিয়েছেন, বিকল্প ব্যবস্থা না করে তার কাটা হলে আমাদের ধর্মঘটের প্রয়োজন হবে না।