নিবন্ধন প্রাপ্তির পর প্রথমবারের মতো সরাসরি ভোটে কার্য নির্বাহী কমিটি নির্বাচনের সুযোগ হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় প্রতিকী প্রতিবাদ জানিয়েছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের (জিপিইইউ ) কর্মীরা। রবিবার বিকেলে বসুন্ধারায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে মুখে কালো কাপড় বেধে তিন ঘণ্টা নিরবে অবস্থান কর্মসূচি পালন করে অর্ধশতাধিক কর্মী। এসময় তাদের হাতে থাকা ব্যানার ফেস্টুনে ‘অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই একতাবদ্ধ’, ‘অবিলম্ব বকেয়া পরিশোধ করুন’, বৈষম্যের শিকার জিপি’র ২০২ কর্মী’, ‘ন্যায্য বিচার চাই’, বিচার ও সম্মান মৌলিক অধিকার ইত্যাদি স্লোগান লেখা ছিলো।
জিপিইইউ এর ব্যানারে চাকরিচ্যুত গ্রামীণফোন ঐক্য পরিষদও সমাবেশে যোগ দেয়। সমাবেশে গ্রামীণফোন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইন বহির্ভূতভাবে নির্বাচন স্থগিত করায় নিন্দা জানান গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক। তিনি বলেন, সেবামবার সারাদেশে ১০টি ভোট কেন্দ্রে ৩৬ জন প্রার্থীর অংশগ্রহণে সতঃস্ফূর্ত ভোট হওয়ার কথা ছিলো। কিন্তু ৬ ডিসেম্বর লেবার অফিসের একজন উপ-পরিচালকের নির্দেশনায় নির্বাচন কমিশন ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করেছে। এটা বেআইনি। তাই অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার অনুরোধ করছি।
এসময় কোনো চক্রান্তে নির্বাচন বিলম্ব করা হলে ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গ্রামীণফোন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনারা বাবা দিবসে মেইল দিয়ে চাকরি খেয়েছেন। আপনাদের মধ্যে মানবতা নেই। এতোদিন আপনারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দিখিয়েছেন। আমাদের ভাই আবু সাঈদ আমাদেরকে পথ দেখিয়েছে।
এসময় সমাবেশ থেকে অবিলম্বের চাকরিচ্যুত কর্মীদের পুণর্বহাল, বকেয়া পাওনা দ্রুত পরিশোধ এবং অত্যাচার ও নিপীড়ক জিপি ম্যানেজমেন্ট ও ইউনিয়ন দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি পেশ করা হয়।
আন্দোলনকারীদের সঙ্গে আলাপকালে জানাগেছে, চুড়ান্ত ভোটার তালিকায় ‘ত্রুটিবিচ্যুতি’ রয়েছে এমন আপত্তি তুলেছে খোদ গ্রামীণফোন কর্তৃপক্ষের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ভোট স্থগিত করে নোটিশ জারি করেছেন জিপিইইউ কার্য নির্বাহী কমিটি নির্বাচন বোর্ড। নির্বাচন বোর্ডের প্রধান মুহাম্মাদ নূর ই আলম, সদস্য অনামিকা জামান এবং সদস্য সচিব মোঃ রবিউল হাসান। কমিশনের তিন সদস্যের স্বাক্ষরিত ওই নোটিশটি দেয়া হয় বৃহস্পতিবার সকালে নির্বাচক তত্ত্বাবধায়ক ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালকের কক্ষে অনুষ্ঠিত বৈঠকের পর। বৈঠকে চূড়ান্ত ভোটার তালিকায় ত্রুটি-বিচ্যুতি বিষয়ক অভিযোগ নিয়ে বেশ কিছু কাগজ উপস্থাপন করা হয়।
তবে অভিযোগকারীর পরিচয় নোটিশে সুস্পষ্ট না হলেও গ্রামীণফোনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ইউনিয়নের জনৈক সদস্যের কথা উল্লেখ আছে। সেই অভিযোগ নিয়ে নির্বাচনে শ্রম মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক পরিচালক রোখসানা চৌধুরী এবং শ্রম অধিদপ্তর পরিচালক (ট্রেড ইউনিয়ন, সালিশী ও প্রশিক্ষণ শাখা) এনামুল হকের সঙ্গে বৈঠক করে কমিশন। বৈঠকে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন এর সংশ্লিষ্ট সবগুলো মামলায় আদালতের সর্বশেষ সিদ্ধান্তের সার্টিফায়েড কপি ও আদেশের কপি প্রাপ্তি সাপেক্ষে তা চূড়ান্ত ভোটার তালিকায় প্রতিফলনের নির্দেশনা নির্বাচন কমিশনকে আজ সোমবারের নির্বাচন স্থগিতের কথা বলা হয়।