সেবার মান বৃদ্ধি ও মূল্য কমানোর সুযোগ করে দিতে ইন্টারনেটের কাঁচামাল খ্যাত ব্যান্ডউইথের মূল্য কমালো দেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবাহের প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
স্পেশাল অফারে দুইটি পৃথক প্যাকেজে বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথের মূল সেবা প্রদানকারী এবং আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের সদস্যটি।
নতুন অফার অনুযায়ী, বকেয়া না থাকার শর্তে আগে মূল পরিশোধের মডেলে সিমিউই-৪ লাইনের মাধ্যমে নতুন করে ১০০জিবি ব্যান্ডউইথের জন্য আইপিএলসি বোনাস ব্যান্ডউইথ হিসেবে ৩টি ১০জিবি ফুল সার্কিট বোনাস দেয়া হবে। এক্ষেত্রে স্লাব সুবিধাও পাবেন ক্রেতা। তবে বিদ্যমান ১০ শতাংশ ছাড় বহাল থাকবে না। কিন্তু ১ টেরাবাইটের স্লাবের সুবিধা বলবৎ থাকবে। এর ফলে এসএমডব্লিউ ফোর দিয়ে ১০০জিবি ব্যান্ডউইথ কিনলে একই দামে ১৩০ জিবি ব্যান্ডউইথ পাবে।
দ্বিতীয় প্যাকেজে আইপি ট্রানজিট সেবার অধীনে বকেয়া না থাকার শর্তে প্রি-পেইড লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইথ সুবিধা উপভোগ করতে পারবে আইআইজি প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে কুয়াকাটা ও কক্সবাজার পপ থেকে বিনামূল্যে বোনাস ডেস্টিনেশন এবং সংযুক্ত বিদ্যমান সিডিএন প্রোভাইডারের ডেস্টিনেশন ব্যান্ডউইথ সুবিধা পাওয়া যাবে। এই প্যাকেজে ১০০জি আইপি ট্রানঞ্জিট নিলে বোনাস হিসেবে সীমিত দূরত্বে ৫০জিবি অতিরিক্ত ব্যান্ডউইথ পাবে।
বাজার বিশ্লেষকদের মতে, সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) পক্ষ থেকে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহে ভারতে প্রস্তাব ফিরিয়ে দেয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হলো। এতে ভারত থেকে স্থল পথে আসা আইটিসি ব্যান্ডউইথের ওপর থেকে নির্ভরশীলতা কমবে দেশের ইন্টারনেট সেবাদাতাদের। তবে বকেয়া পরিশোধের শর্তযুক্ত হওয়ায় এই সেবা গ্রহণের গতি নিয়ে সংশয় রয়েছে।