ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় একদিনের বেতন বাবদ মোট ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার চেক জমা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীরা।
রবিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে বারোটি চেকের মাধ্যমে এ টাকা উপদেষ্টা মোঃ. নাহিদ ইসলামের কাছে জমা দেওয়া হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। আজ বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থা চেকগুলো জমা দিয়েছে। এর মধ্যে শনিবারই নিজেদের বেতন থেকে একদিনের টাকা মন্ত্রণালয়ে জমা দেয় বিটিআরসি।