আর্থিক সুবিধাসহ ব্যাচভিত্তিক ভূতাপেক্ষ পদোন্নতি ও পরবর্তী সময়ে ব্যাচভিত্তিক নিয়মিত পদোন্নতি দেওয়াসহ ডাক বিভাগের বিসিএস ক্যাডার কর্মকর্তারা দুটি দাবি জানিয়েছেন। অন্যান্য বিসিএস ক্যাডারের তুলনায় ডাক বিভাগের কর্মকর্তারা বৈষম্যের শিকার দাবি করে এরইমধ্যে তাদের একটি প্রতিনিধিদল প্রথমে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।
এরপর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা নিজেদের দাবিগুলো তুলে ধরেন।
বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এইচ এম ইকবাল মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাদের অপর দাবিটি হলো, অন্যান্য সরকারি দফতরের মতো সব বিভাগে ডাক বিভাগের বিভাগীয় দফতরসহ অন্যান্য পদ সৃষ্টি করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক বিভাগের কর্মকর্তাদের সীমাহীন বৈষম্যের কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, বিসিএস (ডাক) ক্যাডারের কর্মকর্তাদের অন্যান্য ক্যাডারের তুলনায় পদোন্নতি ও অন্যান্য সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত করা হয়। বিভিন্ন সময়ে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই ডাক বিভাগের কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এখন বৈষম্যহীন নতুন বাংলাদেশে তারা নিজেদের দাবিগুলোর বাস্তবায়ন চান।