বৃহস্পতিবার রাতে তারুণ্যদীপ্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বাপ্নবাস্তবায়নের শপথ নিয়েছে ‘বাংলাদেশ ২.০’ অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এই সময়ের শুরুতেই গ্রাহকদের জন্য অভিনব অফার ঘোষণা করেছে গ্রাহক সংখ্যায় শীর্ষে থাকা মোবাইল অপারেটর গ্রামীণফোন।
কোনো ধরনের রিচার্জ কিংবা প্যাক কেনা ছাড়াই ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়েছে অপারেটরটি । এই সুযোগের আওতায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরোপুরি বিনামূল্যে ইন্টারনেট ফ্রি পাবেন গ্রামীণফোন গ্রাহকরা।
শুক্রবার (৯ আগস্ট) বিষয়টি গ্রামীণফোনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
কোম্পানির ভেরিফায়েড ফেসবুক পেজে ভোর ৫টায় এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এতে আরও বলা হয়, এই সুবিধা ভোগ করতে কোনো রিচার্জ লাগবে না। তবে এটি শুধু ৯ ও ১০ আগস্টের জন্য প্রযোজ্য হবে।