এবার ঈদ-উল ফিতরের ছুটিতে ঢাকা ছেড়েছে ৮৫ লাখ ৫২ হাজার ২০৪টি সিম । আর প্রবেশ করেছে ২৩ লাখ ৯১ হাজার ৬০১ সিম। ঈদের দিন শনিবার নিজের ফেসবুক পেজে এই তথ্য দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মেস্তাফ জব্বার। পোস্টে তিনি গত ৮ থেকে ২১ এপ্রিল সময়ে এই তথ্য দিয়েছেন তিনি।
মন্ত্রী যে সিমের হিসাব দিয়েছেন, তাতে দেখা গেছে, চাঁদ রাতে (২১ এপ্রিল) ঢাকা ছেড়েছে সর্বোচ্চ সংখ্যক মানুষ। কেননা ওই দিন ঢাকা ছাড়া সিমের সংখ্যা ছিলো ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮টি। এর আগে মঙ্গলবার ১২ লাখ ২৮ হাজার ২৭৮, বুধবার ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ টি সিম, বৃহস্পতিবার ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯টি সিম ঢাকা ছেড়েছিলো।
বিপরীতে শুক্রবার ৪ লাখ ৮৫ হাজার ৭০৮টি, বৃহস্পতিবার ৬ লাখ ৫ হাজার ৫৯৭টি, বুধবার ৬ লাখ ৩২ হাজার ৫২২টি এবং মঙ্গলবার ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩টি সিম ঢাকায় ঢুকেছিলো। পরিসংখ্যান বলছে, এবার সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন সিম ব্যবহাকারী। আর ঢাকায় প্রবেশ করেছে বাংলালিংক ব্যবহারকারী। চাঁদ রাত পর্যন্ত গ্রামীণফোনের সর্বোচ্চ ৩১ লাখ ১০ হাজার ১০ হাজার ৯৬৪টি সিম ঢাকার বাইরে গেলেও বাংলালিংকের সর্বোচ্চ ১৫ লাখ ৫১ হাজার ১৯৬টি সিম।
এর আগের দিন অবশ্য এই উভয় তালিকাতেই এগিয়ে ছিলো বাংলালিংক।