আগামী ১৫ অক্টোবর, মঙ্গলবার বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে প্রগতি ইন্স্যুরেন্স ভবনের ১০ম তলায় প্রথম আলো সভাকক্ষে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।
আলোচনা, মতবিনিময়ের সঙ্গে অনুষ্ঠানের মধ্যে থাকছে কুইজ। আয়োজনে অংশ নিতে নিবন্ধন করতে হবে অনলাইনে। নিবন্ধন লিঙ্ক: https://forms.gle/5FbqCiRYykDZUwQz9।
শনিবার গণমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকাশের সৌজন্যে প্রথম আলো ছাপা সংস্করণে প্রকাশিত হবে লাখ টাকার বিজ্ঞান কুইজ। রকমারির সৌজন্যে বিজ্ঞানচিন্তার অক্টোবর ২০২৪ সংখ্যায় থাকছে আরও ২৫ হাজার টাকার কুইজ। এ ছাড়াও বিজ্ঞানচিন্তা অনলাইনে বাতিঘরের (baatighar.com) সৌজন্যে আয়োজিত হবে ১০ হাজার টাকার কুইজ ‘প্রতিদিন কুইজ, প্রতিদিন পুরস্কার’। কুইজগুলোতে সব বয়সের পাঠক অংশগ্রহণ করতে পারবেন।