প্রত্যাহার হতে পারে আইএসপিএবি ও কোয়াব আহুত প্রতি দিনের ৩ ঘণ্টার ইন্টারনেট ধর্মঘট। ইন্টারনেট সেবা প্রদানকারী ও কেবল অপারেটররা শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া বৈঠকে এমনই ইঙ্গিত পাওয়া গেছে।
বৈঠকে নাটোরের সিঙ্গরা থেকে সংযুক্ত হয়ে বৈঠকের শুরুতেই আন্দোলনকারী নেতাদের সাত দিনের জন্য ধর্মঘট স্থগিত রাখার আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পর্যায়ে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন বলেন, মেয়র মহোদয় দেশে নেই। তবে আগামী কাল থেকে কোনো লাইন কাটা হবে না।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত আছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।