জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) পুণর্বহালসহ ৬ দফা দাবিতে মঙ্গলবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সামনে অনির্দষ্টকালের শান্তিপূর্ণ অবস্থান ঘোষণা করেছিলো আইসিটি অধিদপ্তর অফিসার্স অ্যাসোসিয়েশন। তবে সকালেই বিষয়টি নিয়ে বৈঠকে বসেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ঘণ্টাব্যাপী আলোচনার পর এই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অ্যাসোসিয়েশন সভাপতি মোঃ আব্দুল্লাহ বিন ছালামের সভাপতি স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠিটি উদেষ্টা নাহিদ ইসলাম, অধিদপ্তরের মহাপরিচালক ও আইইবি প্রেসিডেন্টকেও দেয়া হয়েছে।
সূত্রমতে, আইসিটি সচিবের দফতরে অনুষ্ঠিত বৈঠকের সময় প্রায় ২৫০ জনের মতো মাঠ পর্যায়ের কর্মকর্তা বাইরে অবস্থান করছিলেন। অপরদিকে সচিব শীষ হায়দার চৌধুরীর সঙ্গে আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন (অতিরিক্ত সচিব), অতিরিক্ত মহাপরিচালক এস, এ, এম, রফিকুন্নবী (যুগ্মসচিব) বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন, অন্তবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে স্বৈরাচার সরকারের প্রশাসনের মধ্যে কতিপয় আমলা ঘাপটি মেরে বসে আছেন। তারা মাঠপর্যায়ের আইসিটি কর্মকর্তাদের থেকে শুরু করে অধিদপ্তরের সামগ্রিক কার্যক্রম বিনষ্টে লিপ্ত রয়েছেন। তারাই পূর্বালোচনা ছাড়াই অযৌক্তিকভাবে আকস্মিক জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) সংক্রান্ত পূর্ববর্তী ২টি আদেশ বাতিল করেছে। এতে সবার মধ্যে অস্থিরতার সৃষ্টি করেছে।
এছাড়াও ইডিসি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘জেলা/উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ এর নাম পরিবর্তন করে ‘জেলা/উপজেলা আইসিটি অফিস ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে কর্মীদের পদোন্নতির সুযোগ রেখে অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন, মাঠপর্যায়ের প্রকল্প জেলা/উপজেলা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন এবং ৩য় ও ৪র্থ শ্রেণীর শুন্য পদে নিয়োগের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
এসব দাবি পূরণে আইসিটি সবিচ মৌখিক আশ্বাস দিলে সাময়িকভাবে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে সংগঠনটি। তবে এই সাময়িক সময়ের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।