বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গত আগষ্ট মাস পর্যন্ত আইসিটিতে ২. ৫৭ শতাংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ১১.৬৭ শতাংশ অগ্রগতি হয়েছে। পরিবীক্ষণ-ও-মূল্যায়ন-প্রতিবেদন (আইএমইডি) ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় অগ্রগতি সূচকে এই উন্নতি দেখা গেছে।
বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সচিব ড.মো. মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিগত সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি এবং প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় এই তথ্য তুলে ধরা হয়।
আইএমইডির সূত্র অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় অগ্রগতি আগস্ট ২০২৪ পর্যন্ত ২. ৫৭ শতাংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অগ্রগতি ১১.৬৭ শতাংশ বলে সভায় উল্লেখ করা হয়।
এ নিয়ে ড.মো. মুশফিকুর রহমান বলেন, ২০২৪ ২৫ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অগ্রগতি জাতীয় অগ্রগতি তুলনায় বেশি হলেও তাতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। চলমান প্রকল্প গুলোর মধ্যে বেশ কয়েকটি বরাদ্দের অভাবে বন্ধ রয়েছে, বরাদ্দ পাওয়া গেলে সেগুলোর কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা বলতে গিয়ে সচিব বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সকল প্রকল্পের ভৌত অগ্রগতি প্রায় ২০ শতাংশ। তিনি সততা এবং নিষ্ঠার সাথে প্রকল্প গুলোর কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
প্রসঙ্গত, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চারটি দপ্তরে ২০২৪-২৫ অর্থবছরে মোট নয়টি প্রকল্প রয়েছে, তার মধ্যে বিটিসিএল পাঁচটি, টেলিটক বাংলাদেশ লিমিটেডের একটি, ডাক অধিদপ্তরের দুটি এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি একটি প্রকল্প রয়েছে যেগুলোর বরাদ্দের ভিত্তিতে আর্থিক অগ্রগতি (স্ব অর্থায়নসহ) সর্বমোট ১১.৬৭ শতাংশ।
সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দপ্তর ও সংস্থার প্রধান এবং প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।