অবিলম্বে আইটিসি ও আইওএফ বন্ধের দাবি জানিয়ে উপদেষ্টার পরিকল্পনা অনুযায়ী ডাটার দাম ১০ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন এমটব’র সাবেক সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ। এছাড়াও দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে পদায়ন বা নিয়োগ করা হলে অর্ধেক সমস্যারই সমাধান করা সম্ভব বলে অভিমত দেন অন্যরকম গ্রুপ চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। তিনি বলেন, এক্ষেত্রে ব্লকচেইন ও এআই ব্যবহার করতে পারি।
শনিবার (১২ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে চলমান ‘নতুন করে যাত্রা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা তুলে ধরেন বক্তরা। নাগরিক প্লাটফর্ম টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি এডভোকেসি প্লাটফর্ম (টিপঅ্যাপ) আয়োজিত এই সভায় বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানের নানা পরিসংখ্যান তুলে ধরে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব’র সাবেক সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আমরা যখন ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছিলাম সেখানে আমাদের ইঞ্জিনটাই ঠিক ছিলো না। এই কারণেই আমরা কেবল বিশ্ব নয় দক্ষিণ এশিয়ায় পিছিয়ে রয়েছি। ডেটা ও ভয়েস থেকে সরকার সিগনিফিকেন্ট আয় করে। তবে নাগরিক যেভাবে ডাটার দাম কমানোর জন্য যে স্বপ্ন দেখেন সেটা কঠিন। তবে ইকোসিস্টেম কারেকশন করা হলে ডাটার দাম ১০ টাকায় নামিয়ে আনা সম্ভব। সরকারের রাজস্ব ক্ষতি না করেও নীতিগত পরিবর্তনের মাধ্যমে তা সম্ভব। বাংলাদেশের বাইরে কোনো আইওএফ নেই। আইটিসি করে আমরা প্রচুর টাকা ভারতে পাচার করছি। এগুলো বন্ধ করলে বৈদেশিক মুদ্রা ব্যয় কমিয়ে বাংলাদেশের টেলকো খাতে বিপুল বিনিয়োগ করে দেয়া সম্ভব।
‘কিন্তু একটি কোম্পানিকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে এমনটা হচ্ছে’ উল্লেখ করে সুবিধাভোগী গোষ্ঠীকে বিতাড়িত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, টেলিকম লাইসেন্স তিনটি লেয়ারে সীমাবদ্ধ করা দরকার। এগুলো হতে পারে এক্সেস লেয়ার (এমনও এবং আইএসপি) এবং প্রতিযোগিতার জন্য এমভিএনও। ভারত ও মালোয়েশিয়ায় এটা আছে। কিন্তু এসব সুবিধা না করায় সামিট এর মতো কোম্পানি এক বা দুইটি কোম্পানি এখানে ধুমায়ে প্রফিট করছে কিন্তু এমএনও এবং আইসপিগুলো ধুঁকছে। এজন্য পলিসি রিফর্ম সিস্টেম রি-সেটিং করতে হবে। ফাইবার কানেক্টিভিটি ছাড়া কিছুই হবে না। ইনফো সরকার প্রকল্পের মাধ্যমে অনেক বিনিয়োগ করা হয়েছে। কিন্তু তা থেকে কিছুই হবে না। তাই এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। এছাড়াও রাজনৈতিক বিবেচনায় সম্প্রতি তিনটি কোম্পানিকে সাবমেরিন লাইসেন্স দেয়া হয়েছে।
বেসিসের পরিচালক মীর শাহরুখ ইসলাম, বিজনেস আউটসোর্সিং ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) তানভীর ইব্রহিম, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, জিসান কিংসুক হক, বাংলাদেশের টপ রেটেড ফ্রিল্যান্সার কমিউনিটির সদস্য আব্দুল আওয়াল উজ্জল, ব্রেইন স্টেশন সিইও রাইসুল কবির, টেলিকম বিশেষজ্ঞ নুরুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।