মার্কিন সাময়িকী টাইমের ‘হানড্রেড নেক্সট ২০২৪’ তালিকায় স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। টাইমের ওই তালিকায় নাহিদ ইসলামকে লিডারশিপ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) প্রকাশিত তালিকায় তার সম্পর্কে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুতে সাহায্য করার জন্য ২৬ বছরের বেশি বয়স পার হতে হয়নি নাহিদ ইসলামকে।
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাহসী ভূমিকা এবং শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর পেছনে বড় অবদান রাখায় এই স্বীকৃতি পেয়েছেন এ তরুণ।
নাহিদ ইসলাম সমাজবিজ্ঞানের স্নাতক। গত জুলাই-আগস্টে দেশজুড়ে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। এ আন্দোলন থেকেই দাবি উঠেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।
বাংলাদেশে বছরের পর বছর ধরে অত্যাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে তরুণ প্রজন্মের মধ্যে যে তীব্র উত্তেজনা দেখা দেয়, নাহিদ ইসলাম তার মুখপাত্র হয়ে ওঠেন। আন্দোলন চলাকালীন তাকে গোয়েন্দা সংস্থার হাতে অত্যাচারের শিকার হতে হয়েছিল, যা নাহিদ ইসলামকে আরও বেশি পরিচিত করে তোলে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে একটি অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়, যার নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারে নাহিদ ইসলামকে একজন উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
টাইম বলছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনো সামনে নিহিত। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মধ্যে থাকা দুই জেনারেশন জেড- উপদেষ্টার একজন নাহিদ। তাদের কাজ: ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে ক্ষয়ে যাওয়া গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা।
নাহিদ ইসলাম বলেন, আমাদের নতুন প্রজন্মের আবেগ ও আকাঙ্ক্ষাকে বুঝতে হবে। রাজনৈতিক সহিংসতার যুগ শেষ হওয়া দরকার। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।
বিশ্বজুড়ে উদীয়মান নেতা, যারা ভবিষ্যৎ গঠন করছেন এবং নেতৃত্বের পরবর্তী প্রজন্মের সংজ্ঞা নির্ধারণ করছেন, তাদের হানড্রেড নেক্সট তালিকায় রাখা হয়।