দুই দফা দাবিতে বৃহস্পতিবার ফের উত্তপ্ত রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার। সকালে প্রস্তাবিত আইসিটি ক্যাডার বাস্তবায়নের ফাইল অনুমোদন এবং আইসিটি ক্যাডারে পিএসসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ও কর্মরত সরকারি আইসিটি কর্মকর্তাদের আত্মীকরণ নিয়ে বিভগের সচিব সামসুল আরেফিনের সঙ্গে “গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম” এর বৈঠকে হট্টগোল হয়।
এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। টাওয়ারের চতুর্থ তলায় অধিদপ্তরে সচিবের অফিস রুমে প্রবেশ পথের সামনে স্লোগান দেন তারা। বিক্ষুব্ধরা জানান, বৈঠকের বাগবিতণ্ডার এক পর্যায়ে আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ বলে তাদের বিরুদ্ধে মামলার হুমকি দেয়ায় পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে সচিব সবার ভিডিও করেন। অপরদিকে আন্দোলনকারীদের মধ্যে ফোরামের কোষাধ্যক্ষ জিকরা আমীন পাল্টা ভিডিও করলে তার ফোন কেড়ে নেয়া হয়। তাই তারা প্রকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
কে হুমকী দিয়েছেন প্রশ্নের জবাবে ফোরামের যুগ্ম সচিব মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন, সচিব এবং বিসিসি নির্বাহী পরিচালক আমাদের বিরুদ্ধে মামলার হুমকী দিয়েছেন। আমাদের সন্ত্রাসী বলেছেন। আমরা এর প্রতিবাদ করছি। এছাড়াও প্রকৌশলী হিসেবে আমরা প্রকল্প প্রণয়নের নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত হতে চাই। কোনো কিছু না দেখে কাগজে সই করতে চাই না।
গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণে দুপুরে দ্বিতীয় দফায় বৈঠকে আইসিটি ক্যাডার বাস্তবায়নের সামারি প্রস্তুত করে সচিব সই করেছেন। একইসঙ্গে তিনি এই ফাইল উপদেষ্টাকে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
জানাগেছে, ফোরামের সভাপতি তমিজ উদ্দীন আহমেদ ও মহাসচিব আহসান বুধবার ক্যাডার বাস্তবায়নে ২৯ জানুয়ারী ২০২০ সালে আইসিটি কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করার পর বিগত চার বছরেও কেন আইসিটি ক্যাডারের ফাইল অনুমোদিত হলো না তার কারণ উদঘাটন করে অতি অনতিবিলম্বে এই ফাইল অনুমোদনের ব্যবস্থা করা এবং আইসিটি ক্যাডারের আদেশ জারী করা এবং আইসিটি ক্যাডার সৃজনের পরপরই সরকারি আইসিটি কর্মকর্তাদের প্রতি দীর্ঘদিনের বৈষম্য নিরসনে নব-সৃষ্ট আইসিটি ক্যাডারে পিএসসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ও কর্মরত সরকারি আইসিটি কর্মকর্তাদের আত্মীকরণ করার বিষয়ে লিখিত চিঠি দেয়া হয়েছিলো। এই চিঠির বিষয়েই বৃহস্পতিবার সচিবের কক্ষে বৈঠকে বসলে বাগবিতণ্ডা হয়।