পৃথিবী থেকে চিরবিদায় নিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ’র মমতাময়ী মা ফাতেমা খাতুন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। এসম তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার রাত ৯টায় শমরিতা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে আইএসপিএবি পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
শনিবার রাত ১১টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা শেষে রাতেই মরহুমার মরদেহ নিজ গ্রামে মনির উদ্দিন ভূঁইয়া দারোগা বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে রবিবার সাড়ে দশটায় ফেনী ফালাহিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নাজমুল করিম কে এস নেটওয়ার্ক এর ব্যাবস্থাপনা পরিচালক।