এবার মাঠে নামলেন দেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবি ও ব্যবসায়ীরা। শনিবার বিকেলে গুলশানের শাহাবুদ্দিন পার্ক থেকে ‘আইটি অ্যাক্টিভিস্ট’ ব্যানারে জড় হয়ে শতাধিক শীর্ষ স্থানী আইটি প্রতিষ্ঠানের মালিক থেকে শুরু করে কর্মজীবি পুরুষ ও নারীরা বিক্ষোভে নামেন।
গুলশান দুই চত্ত্বর পার হয়ে ১ নম্বরের দিকে এগুতে থাকেন তারা। রাস্তার এক পাশ দিয়ে সুশৃঙ্খল ভাবে এই বিক্ষোভ শুরু করেন তারা। এসময় তাদের কাছে ছোটো ছোট ফেস্টুন ছাড়াও হাতে লেখা বিক্ষুব্ধ স্লোগান হাতে দেখা যায়। রাস্তায় চলাচলরত গাড়ি চলার পথ করে দিয়ে বিক্ষুব্ধ আইটি পেশাজীবিরা ‘এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি স্লোগান দিতে থাকেন।
সূত্রমতে, গুলশান ১ থেকে ফের ২ নম্বর মোড় হয়ে শাহবুদ্দিন পার্কে দিয়ে জমায়েত হবেন তারা। পার্কে গিয়ে বক্তব্য রাখবেন প্রফেশনালস অ্যালায়েন্স ফর ফ্রিডমস অ্যান্ড জাস্টিস এ অংশগ্রহণকারীরা। অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানাগেছে, সময়ের প্রয়োজনে গঠিত এই জোটে দেশের বিভিন্ন আইটি সংগঠনের নেতা-কর্মীর অংশ নিয়েছেন। নেতারা বলছে, দেশে সুশানের অভাবে যে অবিচার চলছে তার সংস্কারে এখন ছাত্রদের সঙ্গে সব মত-পথের মানুষ যুক্ত হয়েছেন। আর দেশের আইসিটি খাতের নেতৃত্ব এই তারুণ্যের হাতেই। আকাশের মতো বিস্তৃত, সমুদ্রের মতো গভীর, জেন জেড একটা এমন প্রজন্ম, যাদের জীবনই হচ্ছে একটি বড় বড় ডিজিটাল ক্যানভাস। তারা স্মার্টফোন হাতে জন্ম নিয়েছে, ইন্টারনেট তাদের খেলনা, আর সোশ্যাল মিডিয়া তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সেটা নিয়েও যখন নয়-ছয় চলে তখন বসে থাকার কোনো কারণ নেই।