ডিজিটালাইজেশনের কাজে অন্যান্য মন্ত্রণালয়গুলোর মধ্যে ভূমি মন্ত্রণালয় সেরা অবস্থানে আছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ঘরে বসেই ভূমিসেবা নিতে ১৬১২২ কলসেন্টার ব্যবহারেও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ভূমিমন্ত্রী আরও বলেছেন, জনগণকে সেবা দেয়া রকেট সাইন্স নয়। আমরা ভালো কাজ গতিশীলতা ও নতুনত্বের সঙ্গে করছি বলে এগিয়ে যাচ্ছি। যে কারণে ভূমি মন্ত্রণালয়ের ইমেজ পরিবর্তন হচ্ছে।
১৯ মে বৃহস্পতিবার ভূমি সেবা সপ্তাহ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের নতুন তিনটি সার্ভিস উদ্বোধন করেন। সেবাগুলো হচ্ছে ভূমিসেবা কিয়স্ক, ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম এবং ভ্রমমাণ ভূমিসেবা কেন্দ্র।
অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন, স্থায়ী কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল এবং মোঃ হাবিবর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ভূমি ব্যবস্থাপনা (ডোমেইন) বিশেষজ্ঞ সাবেক মূখ্যসচিব মোঃ আবুল কালাম আজাদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন সহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্ত্র/সংস্থা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, ৫ কোটি ১৩ লক্ষ খতিয়ান অনলাইনে আপডেট করা হয়েছে। তিনি আরও জানান ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া ডিজিটালাইজ করার কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, মামলা নিরসনে সফটওয়্যার উদ্বোধন করা হবে। উদ্যোগগুলো জনমানসে পৌঁছানোর জন্যে ভ্রাম্যমাণ সেবা কেন্দ্র ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় যাবে।
ই-নামজারি অগ্রগতি হয়েছে। এখন যার নামে রেজিস্ট্রেশন তার নামেই জমা হবে। টাকা যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে জমা পড়ুক না কেন; কোনো ভূমি দখলের ঘটনা ঘটবে না বলেও উল্লেখ করেন তিনি।
ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি সেবা সপ্তাহ ২০২২ মেলাটি আজ থেকে শুরু হয়ে আগামী সোমবার (২৩ মে) পর্যন্ত চলবে। জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০ সারাবিশ্বের ৬০টি দেশের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ জয় পেয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে দেশের ৮ বিভাগের সেরা আট সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) তাদের কাজের স্বীকৃতিস্বরুপ পুরস্কৃত করে ভূমি মন্ত্রণালয়।