সেই ২০২১৭ সাল থেকেই বাংলাদেশে অফিস খোলার কথা বলে আসছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সেসময় ডিসেম্বরে ডাটালি অ্যাপের উন্মোচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সুখবর দিয়েছিলেন গুগলের এশিয়া প্যাসেফিকের তৎকালীন ইন্ডাস্ট্রি হেড গোলাম কিবরিয়া। এরপর কয়েক দফা অফিস স্থাপন হচ্ছে, হবে বলে খবর মিলেছে। কিন্তু এবার নভেম্বরের প্রথম পাক্ষিকেই বাংলাদেশে অফিস স্থাপন হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।
নভেম্বরের প্রথম সপ্তাহে টুইট করে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেবেন প্রধান নির্বাহী সুন্দর পিচাই। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এজন্যই গুগল ইতোমধ্যেই একজন বাংলাদেশীকে বাংলাদেশের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। একইসঙ্গে গুগল যুক্তরাষ্ট্রের পরিচালক হিসেবেও নিযুক্ত করা হয়েছে কম্পিউটার প্রোগ্রামার তানভীর রহমানকে।
বরিশালের একটি ব্যবসায়ী পরিবারের জন্ম নেয়া তানভীর রহমান বর্তমানে ঢাকাতেই অবস্থান করছেন। রাজধানীর একটি অভিজাত এলাকাতে আগামী সপ্তাহ থেকেই অফিস শুরু করবেন ৩২ বছর বয়সী এই তরুণ। আর সেটাই হতে যাচ্ছে গুগল বাংলাদেশের অফিস।
জাহিদ সবুরের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গুগল’র পরিচালক হওয়ার গৌরব অর্জন করা তানভীর ইতোমধ্যেই নিজ প্রতিষ্ঠানের সহকর্মীদের কাছে ‘মাস্টারমাইন্ড’ নামে পরিচিত হয়ে উঠেছেন।
বাংলাদেশে যখন গুগল ম্যাপ নিয়ে কাজ শুরু হয় তখন প্রথম গুগলের হয়ে সিঙ্গাপুর অফিস থেকে বাংলাদেশ কার্যক্রম সামাল দিয়েছেন গ্রামীণফোনের তৎকালীন গণমাধ্যম কর্তা কাজী মনিরুল কবীর।
এরপর যখন বাংলা এনএলপি নিয়ে কাজ শুরু করে তখন গুগলে কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব দেয়া হয় তরুণ সফটওয়্যার প্রকৌশলী কাজী আনওয়ারুস সালাম-কে।