রাজধানীতে গন্তব্যস্থলে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারী ৩ নম্বর সেক্টরের একটি স্কুলের শিক্ষিকা।
এদিকে ছিনতাইয়ের সময়কার আড়াই মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে ছিনতাইকারীরা প্রথমে ভুক্তভোগী স্কুল শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর আবার ফিরে এসে দ্বিতীয় দফায় তার শরীর তল্লাশি করে গলার চেইনসহ স্বর্ণালংকার নিয়ে যায়। আর এই ঘটনাটি সম্পন্ন করতে ছিনতাইকারীরা সময় নিয়েছেন মাত্র ৩৪ সেকেন্ড।