বাংলাদেশের বাজারে মাইক্রোসফটের বাজার সম্প্রসারণে ভূমিকা রাখায় দেশীয় চার ব্যবসায় অংশীদারকে পুরষ্কৃত করেছে মাইক্রোসফট। এদের মধ্যে ‘কান্ট্রি পার্টনার অব দ্যা ইয়ার’ পুরষ্কারে ভূষিত হয়েছে কর্পোরেট প্রযুক্তি লিমিটেড। অন্যদিকে ‘মডার্ন ওয়ার্কপ্লেস পার্টনার অব দ্যা ইয়ার’ ও ‘মাইক্রোসফট ক্লাউড সল্যুশন পার্টনার অব দ্যা ইয়ার’ ক্যাটাগরিতে পুরষ্কৃত হয়েছে আমরা টেকনোলজিস লিমিটেড। বাংলাদেশ থেকে ফ্লোরা লিমিটেড জিতে নিয়েছে ‘ডাটা মডার্নাইজেশন পার্টনার অব দ্যা ইয়ার’ পুরষ্কার এবং ‘মাইক্রোসফট মডার্ন লিঁয়াজো সল্যুশন পার্টনার অব দ্যা ইয়ার’-এ ভূষিত হয়েছে ইজেনারেশন।
এছাড়া ‘অ্যাজুর অ্যাপ্লিকেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার পার্টনার অব দ্যা ইয়ার’ ক্যাটাগরিতে কর্পোরেট প্রযুক্তি লিমিটেড জিতে নিয়েছে নিজেদের দ্বিতীয় পুরষ্কারটিও।
সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে ‘মাইক্রোসফট ইন্সপায়ার পার্টনার ফোরাম এন্ড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন মাইক্রোসফটের সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস-এর জেনারেল ম্যানেজার সুক হুন চেহ। এসময় মাইক্রোসফট বাংলাদেশ, ভূটান, ব্রুনাই ও নেপালের কান্ট্রি ম্যানেজার আফিফ মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।