প্রতিষ্ঠার ৫ বছরের বেশি সময়ের পর জাতীয় অনলাইন গণমাধ্যম হিসেবে স্বীকৃতি পেলো দেশের একমাত্র দ্বি-ভাষিক বিজ্ঞান-তথ্য-প্রযুক্তি ভিত্তিক তারুণ্যদ্বিপ্ত জীবনধারার নিউ মিডিয়া ডিজিবাংলাটেক ডট নিউজ। পোর্টালটির প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস শাখা-১ থেকে দেয়া চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। উপ-সচিব মাসুদ খাঁন স্বাক্ষরিত পত্রে অনুমোদন দেয়া অপর ১০টি পোর্টালের মধ্যে ৪টি ঢাকার বাইরে থেকে প্রকাশিত। নিবন্ধন প্রাপ্ত ঢাকা থেকে প্রকাশিত পের্টালগুলোর মধ্যে রয়েছে মোঃ মাহবুবুল বাসেতের মালিকানাধীন বাঙালির খবর ডটকম, মেহেদী হাসানের রেইলনিউজ২৪.কম; ফজলুর রহমান জুলফিকারের সবুজবাংলা২৪.কম, মুহাম্মাদ শামীম রেজার নিউজফ্লাশ৭১.কম, এম এম রুহুল আমিনের সাননিউ২৪x৭.কম এবং শেখ নজরুল ইসলামের খবরসংযোগ।
এই পর্বে ঢাকার বাইরে থেকে প্রকাশিত নিউজপোর্টালের মধ্যে রয়েছে- লক্ষ্মীপুরের সানাউল্লাহ’র লক্ষ্মীপুর২৪.কম; কক্সবাজারের জসিম উদ্দিন সিদ্দিকীর কক্সবাজারকণ্ঠ.কম, নারায়ণগঞ্জের আবুল আল মোরসালিন বাবলা’র যুগেরচিন্ত২৪.কম এবং আশুলিয়ার ড. মুহাম্মাদ ফুয়াদ হোসাইনের ঢাকাঅর্থনীতি.কম।