সরকারের বিভিন্ন সেবা ডিজিটাল প্রযুক্তির সাহায্যে জনগণের কাছে সহজে পৌঁছে দিতে গত জুন মাসে চালু হয়েছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। এটি আসলে ৫২হাজার ওয়েবসাইটের সমন্বয়ে তৈরি করা এক ওয়েব পোর্টাল। এর পাশাপাশি রয়েছে ১৫ হাজার সরকারি ওয়েবসাইট। সোমবার এসব ওয়েবসাইটে থাকা সদ্য সাবেক সরকারের তথ্য মুছতে চালানো হয় সাইবার আক্রমণ। সেই হামলার পর ওয়েবসাইটগুলো থেকে সরকারের মন্ত্রী এমপিদের ছবি ও বৃত্তান্ত মুছে ফেলার পর আসতে ফিরতে শুরু করেছে ওয়েবসাইটগুলো।
তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ডোমেইন খোলা থাকলেও কোনো তথ্যই ছিলো না সরকারি ওয়েবসাইটের কারিগরি দিক দেখভালকারী কর্তৃপক্ষ এজেন্সি টু ইনোভেটকে (এটুআই)। সোমবার বিকেলে থেকে এটুআইয়ের ওয়েবসাইট পুরোপুরি বন্ধ দেখা যায়।
প্রবেশের সময় কোনো ত্রুটি দেখায় না, তবে সাইটে প্রবেশ করা যায়নি। এ বিষয়ে এটুআই আউটরিচ অফিসার আদনান ফয়সাল জানিয়েছেন, সাইবার আক্রমণে ফ্রন্টপেজের অনেক তথ্য মুছে গিয়েছিলো। তাই সেগুলো ঠিক করে বুধবার সন্ধ্যা নাগাদ এটি চালু হবে। আর ন্যাশনাল ফ্রেমওয়ার্কে থাকা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০০টির অধিক ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন স্কুল-কলেজের ওয়েব সাইট আপাতত বন্ধ আছে। এগুলো আপডেট হচ্ছে পর্যায়ক্রমে খুলবে।
এদিকে দেশে এখন কোনো প্রধানমন্ত্রী না থাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটের ডোমেইন নেম সিস্টেমের (ডিএনএস) ত্রুটির কারণে সাইটটি বন্ধ রাখা হয়েছে। অন্তর্বর্তী সকারের চাহিদা অনুযায়ী এই সাইটের ডোমেইন নাম পরিবর্তন, আপডেটসহ পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইট চালু নেই। ডিএনএস-সংক্রান্ত ত্রুটির কারণে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে না। অন্যদিকে সরকারের অর্থায়নে তৈরি ‘মুজিব ১০০’ ওয়েবসাইটটিতে সার্ভারজনিত ত্রুটি দেখা গেছে। এই সাইটে ক্লাউডওয়েসের ওয়েবসাইট বিকলের নোটিশ দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের ওয়েব ঠিকানায় যাওয়া যাচ্ছে। এছাড়াও অনেক ওয়েব সাইট লোড হতে দীর্ঘক্ষণ ব্যয় হলেও তা খোলেনি।