দেশের আরও নয়টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে ৩টি ছাড়া বাকি সবগুলোই ঢাকার বাইরে থেকে নিবন্ধন পেয়েছে। এছাড়াও রয়েছেন দুই জন নারী সম্পাদক ও প্রকাশক। ডটকমের বাইরে রয়েছে ডট মিডয়া ডোমেইন এবং টিভি।
এছাড়া আটটি পত্রিকার অনলাইন সংস্করণকেও নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। এরমধ্যে সাতটি দৈনিক এবং একটি সাপ্তাহিক পত্রিকার অনলাইন সংস্করণ।
নিবন্ধনের অনুমতি প্রাপ্ত অনলাইনের মধ্যে রয়েছে কুষ্টিয়া থেকে এবিসিন্যাশনালনিউজ২৪, লক্ষ্মীপুর থেকে দ্যরাইজিংক্যাম্পাস, যশোর থেকে সত্যকণ্ঠ, পাবনা থেকে বাংলারজনতা, চট্টগ্রামের চাটগাঁনিউজ, নারায়ণগঞ্জ থেকে নানটিভিবিডি এবং ঢাকা থেকে এনএনএন, দেশসংবাদ ও নিউজ ফর জাস্টিস।
সোমবার (২০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তি দুটিতে জানানো হয়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য ২০১৫ সালের শেষ দিক থেকে আবেদন নেওয়া শুরু করে সরকার। ইতোমধ্যে কয়েক দফায় কয়েকশ অনলাইন নিউজপোর্টাল এবং পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই প্রক্রিয়া চলমান রয়েছে।