অবশেষে দীর্ঘদিন ধরে সমালোচনায় থাকা বিষয়টিকে আমলে নিয়ে নতুন ফিচার আনছে গুগল ক্রোম ব্রাউজার। নতুন ফিচারের ফলে ব্রাউজারটি ব্যবহারের সময় মেমোরি ও এনার্জি কম খরচ হবে। খবর এনগ্যাজেট।
বেশি ব্যাটারি ক্ষমতা ব্যবহার এবং সিস্টেমে জায়গা অতিরিক্ত জায়গা দখল করায় দীর্ঘদিন ধরেই ক্রোম ব্রাউজারের সমালোচনা করে আসছিলেন এর ব্যবহারকারীরা। উইন্ডোজ, ম্যাক ও ক্রোমবুকের ডেস্কটপ সংস্করণে গুগল ক্রোম ব্রাউজারের ‘ক্রোম ১১০’ নামের হালনাগাদের অংশ হিসেবে নতুন এই ফিচারটি আনা হচ্ছে।
খবরে বলা হয়, নতুন দুটো ফিচারই থাকবে ডিফল্ট হিসেবে। তবে ক্রোমের সেটিংস অপশনের ‘পারফর্মেন্স’ সেকশন থেকে এগুলো বন্ধ করার সুযোগ থাকবে।
‘মেমোরি সেভার’ ব্রাউজারের অন্যান্য পেজ ও বিভিন্ন অ্যাপ চালানোর সময় আগের ট্যাবগুলোকে নিষ্ক্রিয় করে রাখবে। নিষ্ক্রিয় ট্যাবগুলোতে ক্লিক করলে সর্বশেষ যে অবস্থায় ট্যাবগুলো থেকে বেরিয়েছেন, তা আগের অবস্থা থেকেই পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারী। এতে মেমোরি খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমবে।
এদিকে, ল্যাপটপে ব্রাউজারটি ব্যবহারের সময় ব্যাটারির চার্জ ২০ শতাংশের নীচে নেমে এলে ‘এনার্জি সেভার’ মোড ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম, ভিডিও ফ্রেইম রেট ও এর বিভিন্ন ‘অ্যানিমেটেড ইফেক্ট’ সীমিত করা শুরু করবে। এনার্জি সেভার মোড সক্রিয় থাকাকালীন অ্যাড্রেস বারের পাশে ‘পাতার মতো’ একটি আইকন দেখতে পাবেন ব্যবহারকারীরা।
ডিবিটেক/বিএমটি