অ্যাপলের ম্যাগসেফ চার্জিংয়ের কিছু কৌশলকে অনুকরণে ওয়্যারলে চার্জার কিউআর এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ ‘কিউআই২’ উন্মোচন করেছে ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম (ডব্লিউপিসি)। অ্যান্ড্রয়েড এবং অ্যাপল ডিভাইসে কাজ করবে এমন সার্বজনীন সিস্টেম তৈরির পরিকল্পনা করছে সংস্থাটি। খবর এনগ্যাজেট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডব্লিউপিসি তাদের পরিকল্পনার কথা জানিয়েছে। গত ১৩ বছরের অধিক সময় ধরে চলা বর্তমান কিউআর মানকে ‘রিপ্লেস’ করবে কিউআই২।
কিআউ২ তৈরি করা হবে আইফোন ১২ এর সাথে আসা অ্যাপলের ম্যাগসেফ প্রযুক্তি ব্যবহার করে। সেখানে একই ধরণের ম্যাগনেট এবং ওয়্যারলেস চার্জিং কয়েল ব্যবহার করা হবে।
তবে, ম্যাগসেফের প্রযুক্তির বাইরেও ‘ম্যাগনেটিক পাওয়ার প্রোফাইল’ নামে নতুন কিছু আসবে কিউআই২ এর সাথে। যার মাধ্যমে ফোন এবং অন্যান্য ডিভাইস সঠিকভাবে সর্বোচ্চ চার্জিং গতি পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করবে। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে এই প্রযুক্তির সমর্থনযোগ্যতা আছে কিনা সেটি নিশ্চিত করবে ডব্লিউপিসি।
আগামী কয়েক মাসের মধ্যে বিস্তারিত জানা গেলেও পণ্যটি আসতে চলতি বছরের শেষ নাগাদ আগ্রহীদের অপেক্ষা করতে হতে পারে।
ডিবিটেক/বিএমটি