‘বিদেশী-মদদপুষ্ট’ সরকার পতনের আন্দোলনে প্রবাসীদের কাছে অর্থ সহায়তা চেয়ে ‘নামঞ্জুর ডটকম’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিডিও বার্তা দিয়েছেন তেহরিক ই ইনসাফের প্রধান। ভার্চুয়াল মাধ্যমেও সমান তালে প্রচারণা চালাচ্ছেন ‘হাকিক ই আজাদি’র।
তবে ১৫ এপ্রিল ওয়েবসাইট উন্মুক্তের পর দিনই অচল হয়ে যায় ‘নামঞ্জুর ডটকম’। ট্রাফিক সামাল দিতে পেরে প্রথম ধাপেই ক্রাস করে ওয়েবসাইটটি। অবশ্য পরে হোস্টিং স্পেস বাড়িয়ে সমস্যা সামাল দিয়েছে পিটিআই। এরপর শুরু হয় ভার্চুয়াল এই অনুদান সংগ্রহ কার্যক্রম।
بیرونِ ملک مقیم اپنے پاکستانیوں کے نام میرا پیغام! pic.twitter.com/dAaiXXFJ3e
— Imran Khan (@ImranKhanPTI) April 15, 2022
ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, সেখানে সবচেয়ে বেশি অর্থ যুক্তরাজ্য থেকে। আর এর পরেই রয়েছে ‘আমদানি সরকার’ অভিযোগে ‘অভিযুক্ত’ দেশ যুক্তরাষ্ট্র।
অবশ্য ট্রাফিক চাপে ভেঙ্গে পড়ার পর ফের চালু হওয়া ওয়েবসাইটটির মাধ্যমে কত টাকা সংগ্রহ করা হয়েছে এবং কতজন ব্যবহারকারী ওয়েবসাইটটি ভিজিট করেছেন তা এখনও পরিষ্কার নয়। তবে ইমরান খানের আবেদনে সাড়া দেওয়ার জন্য পিটিআই সমর্থকরা বিদেশী পাকিস্তানিদের সাধুবাদ জানাচ্ছেন।