ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর জিও’তে সাড়ে চার বিলিয়ন ডলার বিনিয়োগ করার পর এবার দেশটির দ্বিতীয় বৃহত্তম অপারেটর ভারতী এয়ারটেলে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল। ভারতের জনগণকে স্মার্টফোনের সাশ্রয়ী অ্যাক্সেস দিতে এবং দেশটিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের অংশ হিসেবে এই বিনিয়োগ করবে প্রযুক্তি জায়ান্টটি।
এই বিনিয়োগের মধ্যে রয়েছে এয়ারটেলের শেয়ার প্রতি ৭৩৪ রুপি বা ৯.৭৭ ডলার মূল্যে ৭০ কোটি মার্কিন ডলার ইক্যুইটি এবং বাণিজ্যিক কার্যক্রম বাস্তবায়নের জন্য ৩০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ।
এক বিবৃতিতে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেছেন, এয়ারটেলে আমাদের বাণিজ্যিক ও ইক্যুইটি বিনিয়োগ ডিজিটাল ভারত ফান্ডের মাধ্যমে স্মার্টফোনের সহজলভ্য অ্যাক্সেস দিতে একটি ধারাবাহিক উদ্যোগ।
এই বিনিয়োগ বাস্তবায়নের আগে নিয়ন্ত্রক সংস্থা এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগবে। কয়েক মাস আগেই এয়ারটেল বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে ২১ হাজার কোটি রুপি বিনিয়োগ তুলেছে। ঘোষণার পর এয়ারটেলের শেয়ারের দাম ০.৫৪ শতাংশ বেড়ে ৭১১ টাকা হয়েছে।
ডিবিটেক/বিএমটি