গাড়ির বাজারে লোটাস, ভলবো এবং পলেস্টারের মতো দামি ব্র্যান্ডের মালিকানা প্রতিষ্ঠান গিলি। চীনের এই অটোমোবাইল কোম্পানিটি এবার মোবাইল ফোনের বাজারে প্রবেশ করতে যাচ্ছে। এই লক্ষে কোম্পানিটি চীনের স্মার্টফোন কোম্পানি মিউজু অধিগ্রহণ করবে। খবর জিএসএম এরিনা।
চীনের ওয়েবসাইট ৩৬ক্রিপটন জানিয়েছে, গিলি ইতিমধ্যে মিউজু অধিগ্রহণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ২০২৩ সালে গিলি তাদের প্রথম স্মার্টফোন উন্মোচন করতে পারে।
চীনের স্মার্টফোন কোম্পানিটি প্রায় ২০ বছর ধরে ব্যবসা করলেও সাম্প্রতিক সময়ে ব্যবসায় খুব বেশি সুবিধা করতে পারছে না। বর্তমানে কোম্পানিটির প্রতি বছর স্মার্টফোন সরবরাহের পরিমান ১০ লাখ ইউনিটের কাছাকাছি। কয়েক বছর আগেও এই সংখ্যা দ্বিগুন ছিলো।
মূলত ওআইএস মডিউলের সীমাবদ্ধ উৎপাদন সক্ষমতা ও ব্যর্থ প্রচারণা কৌশলের কারণে সেভাবে সামনে আগাতে পারেনি মিউজু।
অন্যদিকে, বেশ আগে থেকেই মোবাইল ব্যবসায়ে নামার পরিকল্পনা করেছে গিলি। ইতিমধ্যে জিংজি টাইমস নামের আলাদা কোম্পানিও করেছে গিলি। সেখানে জেডটিই, শাওমি এবং অপো থেকে শীর্ষস্থানীয় কর্মকর্তাকে এনে দায়িত্ব দেয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় দেড় বিলিয়ন ডলার খরচ করেছে প্রতিষ্ঠানটি।
মিউজু অধিগ্রহণের বিষয়ে এখনও অবশ্য উভয় কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি